কাপ্তাইয়ে পলাতক আসামী আটক

327

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের নেতৃত্বে এএসআই মামুনুর রসিদ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (২৭ মে) কাপ্তাই প্রজেক্টের চৌধুরীছড়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত পলাতক আসামী আরিফুল ইসলাম বাবু(২৮) কে গ্রেপ্তার করা হয়। ওসি জসিম উদ্দিন জানান, আটক আসামীকে ওইদিনই রাঙ্গামাটি জেল হাজতে প্রেরন করা হয়েছে।