॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় মাস্ক বিহীন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। মাস্ক ছাড়া ক্রেতার নিকট পণ্য বিক্রি না করতে দেওয়া হয়েছে নির্দেশনা। মাস্ক ছাড়া বাজারে চলাচলকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেওয়া হবে জেল, জরিমানা।
করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিহীন চলাচলকারীদের শাস্তির আওতায় আনতে কাপ্তাইয়ে বাড়ানো হবে পুলিশের বিশেষ টহল।
করোনা সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (১৩ই নভেম্বর) সকালে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করার সময় এসব কথা বলেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আতাউল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. একরামুল হক, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, অর্থ সিরাজুল ইসলাম, সদস্য মোকারম হোসেন, রফিকুল আলম ও পুলিশ সদস্যগণ।