|| কাপ্তাই প্রতিনিধি ||
কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে বিহারের পাশে এই ঘটনা ঘটে বলে জানান কারিগর পাড়ার কার্বারি উথোয়াই প্রু মারমা।
তিনি জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার থেকে বাহির হওয়ার পর বন্য হাতি ভান্তেকে আক্রমণ করে এবং তিনি ঘটনাস্থলে মারা যান। আশেপাশের বাড়ী ঘর দূরে থাকায় ভিক্ষুকে কেউ বাঁচাতে আসতে পারেনি। রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।




























