কাপ্তাইয়ে বড়ইছড়ি সাপ্তাহিক হাটে প্রশাসনের ভ্রাম্যমান আদালত

415

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাপ্তাইয়ের বড়ইছড়ি সদরের সাপ্তাহিক হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। বুধবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন।

এসময় ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ১টি মামলায় ১ হাজার টাকা, ধুমপান আইনের ৪ ধারায় ১টি মামলায় ৫০ টাকা ও বাংলাদেশ দন্ডবিধি আইনের ২৬৯ ধারায় ০২ টি মামলায় ২’শ টাকাসহ মোট ০৪ টি মামলায় সর্বমোট ১হাজার ২৫০টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বড়ইছড়ি বাজারে আগত ক্রেতা বিক্রেতাসহ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।