কাপ্তাইয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

396

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৮ জুন কাপ্তাই উপজেলা পরিষদের সভাকক্ষ কিন্নরীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক।

এ সময় কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী,কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো.আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।