॥ কাপ্তাই প্রতিনিধি ॥
“মাস্ক পরার অভ্যাস করি, কোভিড মুক্ত দেশ গড়ি” মাস্ক পরে সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখতে সহযোগিতা করুন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কাপ্তাই থানার আয়োজনে বৃহস্পতিবার করোনা সংক্রমণ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করা হয়।
এদিন কোভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কাপ্তাই নতুন বাজার এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.নাসির উদ্দিনের উদ্যোগে মাস্ক পরা, সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইকিং করে বলেন,আপনারা সকলে মাস্ক পরুন,সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। সকলে মিলে চলার পথে নিয়মিত মাস্ক পরি। এ সময় কাপ্তাই থানার পুলিশ সদস্য,কাপ্তাই ফাঁড়ির ইনচার্জ পীযূষ কান্তি দে ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার সদস্যরা উপস্থিত ছিলেন।