কাপ্তাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংসঃ হোসেন টি’র বিরুদ্ধে মামলার প্রস্তুতি

343
|| কাপ্তাই প্রতিনিধি ||
কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য আইনে মেয়াদোত্তীর্ণ হোসেন টি’র বিরুদ্বে মামলা ও বিস্কুট ধ্বংস করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক মোঃ ইলিয়াছ শীলছড়ি এলাকার দোকান পরির্দশন গেলে কয়েকটি দোকানের মেয়াদ উত্তীর্ণ বিস্কুট জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এবং শীলছড়ি শুক্কুর ষ্টোরে মেয়াদউত্তীর্ণ হোসেন টি (হোসেন চা) বিক্রয় করায় তা জব্দ করে হয়।
পরে খাদ্য আইনে দোকান মালিককে নোটিশ দেয়া হয়। উপজেলা নিরাপদ স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরির্দশক মোঃ ইলিয়াছ জানান, কয়েকটি দোকান পরিদর্শন করে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট জব্দ শেষে ধ্বংস করা হয়। এসয় হোসেন টি নামের একটি কোম্পানীর মেয়াদ উত্তীর্ণ চা বিক্রয় করায় দোকান মালিকে আইনি নোটিস দেয়া হয়েছে এবং কোম্পানীর বিরুদ্ধে খাদ্য আইনে মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন।