কাপ্তাইয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস উদযাপিত

353

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাইয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে বড়ইছড়ি সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সরকারি বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গসহ নানা শ্রেণির মানুষেরা। এছাড়া সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সভাপতিত্বে করেন। এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ প্রমূখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।