॥ স্টাফ রিপোর্টার ॥
কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উক্যাচিং মারমার উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাঙামাটিতে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, পৌর যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক তানভির আহম্মেদসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, গত রোববার (২৮ আগস্ট) দুপুর দুইটায় জে.এস.এস এর ১০ জন অস্ত্রধারী বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৩নং চিৎমরম ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি উক্যাসিং মারমা প্রকাশ রানাকে বেদম প্রহারের মাধ্যমে আহত করে। যা চিৎমরমে শান্তিপ্রিয় এলাকাকে অশান্তির সৃস্টি পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়।
সভায় বক্তারা আরো বলেন, পার্বত্য অঞ্চলে পাহাড়িরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হলে আঞ্চলিক দলের সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উক্যাসিং মারমাকে হত্যার উদ্দেশ্যে আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হামলার করে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন। এভাবে হামলা করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ একটি অ-সাম্প্রদায়িক সংগঠন। পাহাড়ের স্থায়ী শান্তির জন্য আমরা চুক্তি করেছি, আর আজ আমাদের দলকে ধংস করতে পাহাড়ে একটি আঞ্চলিক দলে উঠে পড়ে লেগেছে। শুধু আঞ্চলিক দলই নয় পাহাড়ে রাজপথে বিএনপি-জামায়তকে মোকাবেলা করতে হচ্ছে। দেশকে আবার অস্থিরতা তৈরি করতে বিভিন্ন সংগঠন মাঠে নেমেছে। তাই সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওয়তায় আনার দাবীর পাশাপাশি চিৎমরম এলাকায় নিরাপত্তা ক্যাম্প স্থাপনের দাবিও জানান। এসময় বক্তারা হামলার জন্য আঞ্চলিক দল জেএসএসকে দায়ি করেছে যুবলীগ।