কাপ্তাইয়ে রিভারভিউ ক্যাফে পিকনিক স্পটের উদ্বোধন

462

কাপ্তাই প্রতিনিধি

অপরূপ রাঙামাটির কাপ্তাই লেক, পাহাড় ও নদী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যেকোন পর্যটককে মুগ্ধ করে এই রূপসী কাপ্তাই। পার্বত্য জেলার রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রাকৃতিক সৌন্দয্য ভরপুর একটি এলাকা। যেখানে ভ্রমণ পিয়াসুদের মন আকর্ষণ করে সবসময়। এ কাপ্তাই কে সুন্দর রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন কর্তৃক নির্মিত রিভার ভিউ ক্যাফে পিকনিক স্পট উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ পিএসসি।

সোমবার সকাল ১০টায় তিনি রিভার ভিউ ক্যাফে পিকনিক স্পট উদ্বোধন করেন। পরে কাপ্তাই জোন অটল ছাপান্ন কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোনের বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ পিএসসি।

এসময় নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মো.নুর উল্লাহ জুয়েল পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই বিউবো শাখা ব্যবস্থাপক এটিএম আব্দুরজ্জাহের, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, বিএসপিআই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, ওসি মো.জসিম উদ্দীন , ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা, ৮ আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার রাজিব, কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহিনুর রহমান, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, জেটি স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনসহ সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।