কাপ্তাইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, নতুন শনাক্ত আরো ৮ জন

355

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাই উপজেলায় হঠাৎ করোনার সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বৃহস্পতিবার রাঙামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে কাপ্তাইয়ে আরো ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার মধ্যে কাপ্তাইয়ের কেপিএম এলাকা, বারোঘোনা, মিশন এলাকা এবং কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দা রয়েছে।

এছাড়া ২ জন সেনাসদস্য রয়েছে বলে জানা গেছে। গত কয়েকদিন এর ব্যবধানে কাপ্তাইয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। কাপ্তাই স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে নতুন ৮ জন সহ কাপ্তাইয়ে সর্বমোট শনাক্ত ২১১ জন। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ২১ জন এবং মৃত্যু-২ জন।

এদিকে কাপ্তাইয়ে করোনা সংক্রমন রোধে চলমান কঠোর লকডাউনে জনসাধারনকে সচেতন করতে এবং সরকারি বিধি নিষেধ গুলো যথাযথ প্রতিপালনে প্রতিনিয়ত প্রচারনা অভিযান চালিয়ে যাচ্ছেন কাপ্তাই ইউএনও মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।