॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় প্রতিষ্ঠান ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এর ব্র্যান্ডিং পরিচিতির অংশ হিসেবে ওয়েলফেয়ার ফ্যামিলি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা- এনজিও’র যৌথ উদ্যোগে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি’ (এসডিপি) এবং ‘সোস্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি’ (এসইডিপি) বাস্তবায়নের জন্য “সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রয়াস” শীর্ষক কর্মসূচির আওতায় ওয়েলফেয়ার ফ্যামিলির পক্ষ থেকে কাপ্তাই উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
সোমবার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুন্তাসির জাহান।
বিশেষ অতিথি ছিলেন- ওয়েলফেয়ার ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, কনসালটেন্ট জনাব শকুন্তলা চাকমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার মো: নাজমুল হাসান, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রূহুল আমিন, কাপ্তাই উপজেলার ওয়েলফেয়ার ফ্যামিলির সুপারভাইজার ও টিম লিডার মিচিংপ্রু মারমা, স্বেচ্ছাসেবক সদস্য- মাক্যচিং মারমা, হ্লাহ্লামে মারমা, সৌরভ মারমা, মোঃ জাহিদুল ইসলাম, নুর নাহার আক্তার, মাসুইথুই মারমা, শাহানাজ আক্তার, ক্রাচিংউ মারমা, থুইমেসিং মারমা, ক্রাহ্লাপ্রু মারমা, ক্রাওয়াংচিং মারমা, লিপি মারমা, জোহরা আক্তার, নুংথুইচিং মারমা, থুইথুইমে মারমা, উক্রইংনু মারমা।
বই বিতরণ অনুষ্ঠানের পর ওয়েলফেয়ার ফ্যামিলির পক্ষ থেকে ওয়েলফেয়ার ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, কনসালটেন্ট শকুন্তলা চাকমা, কাপ্তাই উপজেলা ওয়েলফেয়ার ফ্যামিলির সুপারভাইজার ও টিম লিডার মিচিংপ্রু মারমা সহ স্বেচ্ছাসেবক সদস্যরা ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মো: আক্তার হোসেনের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন।
এসময় বাংলাদেশ গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং চেয়ারম্যানের হাতে গেজেট ও প্রচারপত্র তুলে দেওয়া হয়। এসময় ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যানের সাথে স্বাক্ষাতের পর কাপ্তাই উপজেলায় ক্যাম্পেইন পরিচালনাকারী দলের সদস্যদের সাথে মতবিনিময় করা হয়।