|| অর্ণব মল্লিক, কাপ্তাই ||
কাপ্তাই উপজেলার জন্য ২টি করোনা প্রতিরোধক বুথ উপহার দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থ সম্পাদক ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং চট্টগ্রাম মহানগরের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য হেলাল আকবর চৌধুরী বাবর।
বৃহস্পতিবার (০৩ জুন) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিব রেজা লিমনের নিকট করোনা প্রতিরোধক ২টি বুথ হস্তান্তর করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইয়াছির আরফাত রিকু ও সুলব বড়ুয়া। এবিষয়ে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ নেতা আলিব রেজা লিমন জানান, তার খুব কাছের বন্ধু এবং সহকর্মী চট্রগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হেলাল আকবর চৌধুরীর অকৃত্রিম সহযোগীতায় কাপ্তাইবাসীর জন্য করোনা প্রতিরোধক ২টি বুথ উপহার দেওয়া হয়েছে। যার ফলে এই করোনা প্রতিরোধক বুথের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরিধান করার সুযোগ পাবে সাধারণ মানুষ। এছাড়া ব্যবহৃত মাস্ক যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ না করে করোনা প্রতিরোধক বুথে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা যাবে।
তিনি আরো বলেন, করোনা প্রতিরোধক এই দুইটি বুথ খুব শীঘ্রয় কাপ্তাই উপজেলা পরিষদ এলাকা এবং কাপ্তাইয়ের প্রবেশ পথ ১নং চন্দ্রঘোনা এলকায় স্থাপন করা হবে।