কাপ্তাইয়ে স্বাস্থ্যকর্মী, পুলিশসহ আরো ৬ জনের করোনা পজিটিভ।

551
|| অর্ণব মল্লিক, কাপ্তাই ||
কাপ্তাইয়ে একদিনে আরোও ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে রাঙামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই তথ্য জানানো হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক ফোকাল পার্সন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন সিনিয়র নার্স এবং ১ জন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া কাপ্তাইয়ের বারোঘোনা ও মিশন এলাকার বাসিন্দা রয়েছে বলে জানা গেছে।
এদিকে কাপ্তাইয়ে করোনা সংক্রমন রোধে জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে প্রতিদিন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী উপজেলার বিভিন্ন জায়গায় জনসচেতনতা মুলক প্রচারনা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।