কাপ্তাইয়ে স্যানিটারি ইন্সপেক্টর’র বাজার মনিটরিং

570

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ফেরীঘাট এলাকায় বাজার মনিটরিং করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ। বুধবার সকালে তিনি রাইখালী ইউনিয়নের ফেরীঘাট সংলগ্ন বিভিন্ন দোকানে গিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করেন এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাখা খাদ্যদ্রব্যসহ ভেজাল পণ্য জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করেন।

এছাড়াও ব্যবসায়ীদের ভবিষ্যতে এমন কাজ না করার জন্য নোটিশ এর মাধ্যমে সতর্ক করেন। তিনি ব্যবসায়ীদের সাথে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কাপ্তাই উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারি মহসীন উপস্থিত থেকে ভেজাল বিরোধী এ অভিযানে সহযোগীতা করেন।

এবিষয়ে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ জানান, কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এবং মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্য ধ্বংসে প্রতিনিয়ত অভিযান চলমান থাকবে।