কাপ্তাইয়ে ১দিনে সর্বোচ্চ ১০ জনের করোনা আক্রান্ত

587

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাই উপজেলায় ১দিনে সর্বোচ্চ আরো ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রোববার রাঙামাটি পিসিআর ল্যাব থেকে আসা প্রাপ্ত রিপোর্টে এই তথ্য জানানো হয়।

কাপ্তাই উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে রোববার ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারমধ্যে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকা, বড়ইছড়ি সদর, মিতিংগাছড়ি এবং চিৎমরম ইউনিয়নের বাসিন্দা রয়েছে বলে জানান।

এদিকে কাপ্তাইয়ে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় তিনি কাপ্তাইবাসীসহ সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকারঘোষিত লকডাউন কার্যকরে সকলকে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন।