॥ মোঃ নাজিম উদ্দীন ॥
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭ মামলার দুর্ধর্ষ পলাতক আসামীকে আটক করে মঙ্গলবার দিবাগত রাতে রাঙ্গুনীয়া উপজেলা থেকে। আটক আসামীর নাম মো.ফারুক প্রকাশ গুরাইয়া,পিতা-মৃত মনির আহম্মেদ,সাং-মোনাফের টিলা (মদের টিলা),থানা- কাপ্তাই,রাঙামাটি।
থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মো.আতিকুল ইসলাম,এস আই কাজী গোলাম মহিউদ্দীন,এস আই রাকিবুল হাসান,এ এস আই মো.আজাদ হোসেন, এ এস আই রাসেল হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ ৫টি সাজাপ্রাপ্ত ১২টি পরোয়ানাভুক্ত মোট ১৭মামলার পলাতক আসামী মো.ফারুক প্রকাশ গুড়াইয়াকে রাঙ্গুনীয়া থানা এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। এ কাজে রাঙ্গুনীয়া থানা পুলিশ তাদের সহযোগীতা করেন। ফারুককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি নাসির উদ্দীন।