কাপ্তাইয়ে ৪৫০ জন কৃষক পেলো কৃষি উপকরণ

440

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৪৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কার্যালয়ে মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় জনপ্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএসপি সার, ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এসময় কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামসুল আলম চৌধুরী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।