কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলো ২৭টি পরিবার : বিতরণ করা হচ্ছে খাবার

275

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহন করেছে ২৭ টি পরিবার। তারা সকলেই কাপ্তাইয়ের ঝুঁকিপূর্ণ ঢাকাইয়া কলোনীর বাসিন্দা। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে অতিবর্ষণের কারনে আশ্রয় নেয়া ঢাকাইয়া কলোনির ২৭ টি পরিবারের ১শত ৫০ জন সদস্যের মাঝে সোমবার দুপুরে খাবার বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এইছাড়া কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে ৪১বিজিবির পক্ষ হতে ২১ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিন জানান, ১নং চন্দ্রঘোনা ইউপিতে বর্ষণে আংশিক ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বিতরণকালে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।