কাপ্তাই উপজেলায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

113

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

চলমান কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান দু’জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। ঘোষিত তফশীল অনুযায়ী মঙ্গলবার (৩০এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। শেষ মূহুর্তে ওই তিন প্রার্থী তাদের মনোনয়ন তুলে নেয়।

৩জন প্রার্থীই স্ব-ইচ্ছায় নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব ও বিপ্লব মার্মা এবং ভাইস চেয়ারম্যান পদে আরিফুল ইসলাম বাবু মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।