কাপ্তাই-চট্রগ্রাম প্রধান সড়কে নতুন করে ভাঙ্গন ॥ যোগাযোগ বিচ্ছিন্ন

687

॥ নূর হোসেন মামুন ॥

কাপ্তাই-চট্রগ্রাম প্রধান সড়কে আবারও বড় ধরনের ভাঙ্গনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলার সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ হতে বিকল্প বেইলী ব্রিজ নির্মাণ কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে।

এদিকে সড়ক ভেঙে যাওয়ায়  জনদূর্ভোগ বেড়ে চলছে।কাপ্তাই হতে চট্রগ্রাম বিভিন্ন সড়কের দু’পাশে বিশাল ভাঙ্গন দেখা দেওয়ায় ঝুঁকি বেড়ে গেছে।

বিশেষ করে কাপ্তাই-চট্রগ্রাম প্রধান সড়কের শীতার ঘাট নাম এলাকায় বিশাল এক ভাঙ্গন দেখা দেয়। ফলে সোমবার থেকে উপজেলা হতে কোন দূর পাল্লার যান ছেড়ে যায়নি। উপজেলার বিভিন্ন স্থানে প্রধান সড়ক ভাঙ্গনের ফলে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে পাঁচ টনের অধিক যানচলাচল বন্ধ ছিল। পুনরায় ভাঙনের ফলে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন জানায়, রাস্তার ভেঙ্গে যাওয়ায় সড়কে বেইলী ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, নির্মাণ কাজ  আগামী ২ দিনের মধ্যে শেষ হলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।