কাপ্তাই চন্দ্রঘোনা দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন

515

|| কাপ্তাই প্রতিনিধি ||

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রী শ্রী দক্ষিণেশ্বর সিদ্বেশ্বরী কালি মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ মে) মন্দির প্রাঙ্গণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে ও কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন মিলন, সদস্য বাবলা খিয়াং, সিদ্বেশ্বরী কালি মন্দিরের সভাপতি সুধীর ধর, সাধারণ সম্পাদক জগদীশ দাশ, অর্থ সম্পাদক দীলিপ চৌধুরীসহ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং মন্দিরের পুজারীগণ।