কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো লক্ষী পেঁচা

367

অর্ণব মল্লিক

রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান থেকে উদ্ধারকৃত একটি লক্ষী পেঁচা কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সোমবার কাপ্তাই বনবিভাগের সহযোগীতায় এটি অবমুক্ত করা হয় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্ এর নির্দেশনায় কাপ্তাই জাতীয় উদ্যানে বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এই লক্ষী পেঁচাটি অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, ইতপূর্বে বনবিভাগের সহযোগীতায় কাপ্তাই জাতীয় উদ্যানে বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। এবং একই সাথে বনপ্রানী সংরক্ষনে বনবিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।