॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থেকে চট্টগ্রামে মদ পাচারের প্রস্তুতিকালে বড়ইছড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদসহ জান্নাতুল ফেরদৌসকে (৩৫) আটক করেছে পুলিশ। সে রাঙামাটি সদরের গর্জনতলী এলাকার মৃত জাকির হোসেনের স্ত্রী।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সে বড়ইছড়ি থেকে জান্নাতুল ফেরদৌসকে আটক করা হয়েছে।
এসময় তার কাছে থেকে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে। জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।