॥ কাপ্তাই প্রতিনিধি ॥
যোগদানের পর প্রথম উপজেলা হিসেবে কাপ্তাই সফর করেছেন রাঙামাটি জেলার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সফরকালে বৃহস্পতিবার (২৭জুলাই২৩) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
জেলাপ্রশাসক বলেন, কাপ্তাই উপজেলা রাঙামাটি জেলার মধ্যে একটি সম্ভাবনাময় অঞ্চল। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে এ উপজেলায় আরো অনেক কিছ করা সম্ভব। তিনি সকলের সহযোগীতা কামনা করে বলেন, আমরা কাপ্তাইকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা থানার শফিউল আজম(ওসি)।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।মারজান হোসাইন এর সঞ্চালনায় এতে আারো বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজেরী, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের বিভিন্ন বক্তব্য শেষে বলেন আমার বিশ্বাস সবার সম্মিলিত সহযোগীতা পেলে পার্বত্য এলাকায় আমরা আরো শিক্ষার হার বাড়াতে পারবো। পাশাপাশি রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে কাপ্তাই উপজেলায় আমার এটি প্রথম সফর। প্রথম সফরেই আমি কাপ্তাইয়ের স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, মৌজা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের যে ভালবাসা পেয়েছি এতে আমি অনেক আনন্দিত। আগামীতেও আমি সকলের সহযোগীতা কামনা করছি। এছাড়া কাপ্তাই উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা। যেই উপজেলার সুনাম ও খ্যাতি সারাদেশজুড়ে রয়েছে। বিশেষ করে কাপ্তাইয়ে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে অপার সম্ভাবনা। তার মধ্যে কৃষি ক্ষেত্র কিংবা পর্যটন ক্ষেত্র অন্যতম। তাই এসব ক্ষেত্র ছাড়াও প্রতিটি ক্ষেত্রে কাপ্তাই উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে আমরা সম্মিলিত ভাবে কাজ করবো। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং শান্তিপূর্ণ কাপ্তাইয়ের সুনাম ধরে রাখতে তিনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনিসহ জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করেছেন। পরিশেষে কাপ্তাই উপজেলাকে আরো সমৃদ্ধ উপজেলায় গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।