কাপ্তাই প্রেস ক্লাব সেক্রেটারী ঝুলন দত্ত’র পিতৃবিয়োগ

93

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলা প্রেস ক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্ত এর পিতা মিলন দত্ত (৮২) আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সমস্যা ও কিডনি জটিলতায় ভুগছিলেন। এদিকে তাঁর মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, রাঙামাটি প্রেসক্লাব, কাপ্তাই উপজেলা প্রশাসন, কাপ্তাই প্রেস ক্লাব, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি,কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ, রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলা একাডেমি, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে শোক প্রকাশ করা হয়েছে। এদিকে পরিবারসূত্রে জানা গেছে, বুধবার সন্ধায় নিজ বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামে তাঁর সৎকার করা হবে। এছাড়া তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।