॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাপ্তাইয়ের আয়োজন ৪দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৯ জুন) কাপ্তাই বিআরডিবি মিলনায়তনে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজল হক। এই প্রশিক্ষণ ২২ জুন পর্যন্ত চলবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল-বাকের। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।
বিআরডিবি তালিকাভূক্ত বিভিন্ন সমিতির ৪০জন সুফলভোগী সদস্য এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। তালিকাভূক্তদের দক্ষতার ভিত্তিতে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।