কাপ্তাই হতে ট্রাক বোঝাই মদসহ দু’ব্যবসায়ী আটক

235

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

১৫ শ’ ৫৮ লিটার চোলাই মদসহ ২ পাচারকারিকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (৩১জুলাই২৩) ভোর সাড়ে চারটায় পুলিশ কাপ্তাই থানার নিচে সড়কের ওপর হতে ট্রাকটি আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ৭০ বস্তা চোলাই মদ উদ্বার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহ্রত ট্রাকসহ কারবারি মো. কারিম ও মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন (ওসি) জানান এসআই স্বরুপ কান্তি পাল ও মো. ইমাম উদ্দিন অভিযান পরিচালনা করে। ট্রাক (চট্টমেট্রো ন ১১-২০৭৬)মদসহ উল্লেখিত দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ আসামীদের রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অবৈধ মদের চালান আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।