॥ স্টাফ রিপোর্টার ॥
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের ৪৯জন জেলের মাঝে বিশেষ কর্মসূচীর আওতায় তৃতীয় ও শেষ ধাপে জনপ্রতি ২০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের গর্জনতলীর বলাকা ক্লাবে কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন। এসময় বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা, সাধারণ সম্পাদক মিঠুন মার্মা, বিএফডিসির মার্কেটিং সহকারী মো. ইব্রাহিম খলিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।