।।নিজস্ব প্রতিবেদক।।
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে দুর্ভোগে পড়া পানিবন্দি মানুষের খোঁজ-খবর নিয়েছে রাঙামাটি জেলা জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে নৌযানযোগে তারা দুর্গত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উন্নয়ন বোর্ড মসজিদের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ ত্রাণ বিতরণ করা হয়। পাশাপাশি স্বাবলম্বীহীন এক অসহায় ব্যক্তিকে জীবিকা নির্বাহের জন্য কাঁচামাল বিক্রির উপযোগী একটি টেবিল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ। পৌর আমীর মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মানছুরুল হক, পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, জে. আজম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রমজান আলী, মোঃ সুমন মিয়া ও মাওলানা মোঃ আবদুর রহিম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “জনগণের দুঃসময়ে জামায়াত সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।”