॥ মো.রাকিবুর রহমান ॥
কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাওযায় কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে নেমে এসেছে। কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সোমবার কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ২নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে বলে জানিয়েছেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন।
তিনি আরও জানান, এই কেন্দ্রের ১নং ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যেকোন সময়ে এটি চালু করা হবে। তবে কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে ১নং ইউনিট সহ ৩, ৪ ও ৫নং ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল ৯০.০৯ ফুট মীন সী লেভল (এমএসএল)। রুল কার্ভ অনুযায়ী বর্তমানে হ্রদে পানি থাকার কথা ১০৬.৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এসএসএল।
প্রসঙ্গত,রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হলে ভরা মৌসুমে জতবে বছরের এই মৌসুমে কেন্দ্রে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয়। কাপ্তাই হ্রদে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি নৌ চলাচলেও বিঘœ ঘটছে।