কাপ্তাই হ্রদে বিএফডিসির অভিযানে পোনাসহ ৬০কেজি মাছ জব্দ

69

॥ স্টাফ রিপোর্টার ॥

মাছ ধরা নিষিদ্ধকালীন সময়েও কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় এিফডিসি অভিযান চালিয়ে পোনাসহ প্রায় ৬০কেজি মাছ জব্দ করেছে। কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষে কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এর মাঝেও মাছ শিকার করছে একটি লোভিচক্র। এসব অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযার পরিচালনা করছে বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি শহরের রাজবন বিহার এলাকায় অভিযান চালায় বিএফডিসি। এ সময় জাঁক ভেঙ্গে মাছ শিকারের সময় হাতেনাতে প্রায় ৬০কেজি পোনা ও মা মাছ জব্দ করা হয়। শিকারীরা বিএফডিসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাছের মধ্যে দেশীয় প্রজাতীর বিভিন্ন প্রজাতীর মা মাছ ও কার্প জাতীয় মাছের পোনা ছিলো।
এবিষয়ে বিএফডিসির ব্যাবস্থাপক নৌ কমান্ডার মোঃ আশরাফুল আলম ভূইয়া বলেন, জেলে ও ব্যবসায়ীদের লাভের জন্যেই কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি এবং দেশীয় বিভিন্ন প্রজাতীর মাছের প্রজননের জন্যই ৩মাস মাছ শিকার বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে মাছ শিকার চলমান থাকলে আমাদের উদ্দেশ্য অর্জন সম্ভব হবে না। তাই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।