কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বিদ্যুতায়িত একজনের মৃত্যু

391

॥ স্টাফ রিপোর্টার ॥

কাপ্তাই হ্রদের রাতের অন্ধকারে মাছ শিকারের সময় বিদ্যুতায়িত হয়ে শাহ আলম (৫০) নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় শহরের পাবলিক হেলথ এলাকাস্থ কাপ্তাই হ্রদের তীর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। নিহত শাহআলম পাবলিক হেলথ এলাকার জনৈক জাহিদের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, শাহআলম প্রায় সময় নিজের বানানো কোচ নিয়ে কাপ্তাই হ্রদের তীরে মাছ শিকার করতে যেতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও তিনি পাবলিক হেলথ এলাকাস্থ হ্রদের তীরে মাছ শিকারে যান।
এসময় পানির পাম্পের বিদ্যুতের তারে কোচটি আটকে গিয়ে পানিতে বিদ্যুত সঞ্চালিত হলে পানিতে দাড়ানো অবস্থায় শাহআলম সাথে সাথেই হ্রদের পানিতে বিদ্যুতায়িত হয়ে মৃত অবস্থায় পড়ে থাকে।

হ্রদের তীরবর্তী স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে অবহিত করলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও এসআই অরূপ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাত সাড়ে এগারোটার সময় নিহতের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।