॥ রাকিবুর রহমান ॥
কাপ্তাই হ্রদে পানি বাড়লেও মাছের স্বাভাবিক বৃদ্ধি না হওয়ায় মৎস্য শিকারে নিষেধাজ্ঞা ১২ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি জেলাপ্রশাসনে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞার সময়কাল বিষয়ে অনুষ্ঠিত এক সভায়- সময় বৃদ্ধির এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় ডিসি বলেন, যেহেতু কাপ্তাই হ্রদে পানি বাড়লেও ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা মাছ আশানুরূপ বৃদ্ধি না হওয়া এবং হ্রদে জাল ফেললে পোনামাছ জালে চলে আসার সম্ভবনার বিষয়ে একমত হয়েছেন। তাই কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা আরো ১২দিন বাড়ানো হয়েছে। ১ লা সেপ্টেম্বর মধ্যরাত থেকে জেলেরা কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামতে পারবেন।
সভায় বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাহমুদ, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি উদয়ন বডুয়া প্রমুখ।
বিএফডিসি জানিয়েছে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে ১৯ এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযান ৭২৬টি, জব্দকৃত মাছের পরিমাণ ৩ হাজার ৪৭৩ কেজি। জব্দকৃত বোট সংখ্যা ২৪৬টি,জব্দকৃত জাল দেড় লক্ষ মিটার। গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ১৮জুলাই মধ্যরাত পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা দেই জেলা প্রশাসন। পরবর্তীতে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় সে নিষেধাজ্ঞা ১৯আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। বর্তমানে কাপ্তাই হ্রদে পানি বাড়লেও মাছের স্বাভাবিক বৃদ্ধি না হওয়ায় সেই নিষেধাজ্ঞা আরো ১২দিন বাড়িয়ে ৩১আগস্ট পর্যন্ত করা হয়েছে।