কাপ্তাই হ্রদে সতর্কতার জন্য লাল পতাকা স্থাপন

131

॥ স্টাফ রিপোর্টার ॥

দুর্ঘটনা এড়াতে রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে থাকা গাছের গুড়ি চিহ্নিত করে লাল পতাকা স্থাপন করছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা, রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন হ্রদে সোমবার পর্যটকবাহী ট্রলার দুর্ঘটনায় স্থানে পানির নীচে ডুবে থাকা গাছের গুড়ি চিহ্নিত করে এই লাল পতাকা স্থাপন করা হয়। এসময় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা, রাঙামাটি জোনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসি বাংলো এলাকায় গাছের গুড়ির সাথে ধাক্কায় প্রতিবছর ট্রলার ডুবির ঘটনা ঘটছে। এতে করে পর্যটক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

কর্তৃপক্ষকে এবিষয়ে বারংবার অবহিত করার পরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মঈনুদ্দীন সেলিম জনান- ডিসি বাংলো সংলগ্ন হ্রদে ১০/১২টি গাছের গুড়ি রয়েছে। এই গুড়ি গুলো চিহ্নিত করে বয়া দিয়ে দিলে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে। তিনি আরো বলেন- গত ১৫-২০বছরে ২০জনের মতো পর্যটক এখানে প্রাণ হারিয়েছে। তাই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। আপাতত গাছের গুড়ি চিহ্নত করে লাল পতাকা স্থাপন অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। অপরদিকে কাপ্তাই হ্রদে এসব গাছের গুড়ি স্থায়ী অপসারণের দাবী জানিয়েছে স্থানীয়রা।