কালো পতাকা হাতে রাজপথে বিএনপি

154

স্টাফ রিপোর্টার

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়ে শহরে বনরুপা চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভ‚ট্টো, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, এ সরকারের আমলে মানুষ না খেয়ে আছে, দ্রব্যেমূল্যর উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ^াস উঠেছে, অথচ এদিকে সরকারের নজর নাই, তারা ক্ষমতায় টিকে থাকতে কিংস পার্টি নির্বাচনের প্রহসন করেছে। বিএনপি প্রতিবাদ করলে দলের হাজার হাজার নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে। এই অবৈধ সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প কোন পথ নেই।