॥ স্টাফ রিপোর্টার ॥
জুরাছড়িতে বাঙালি বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ চেষ্টার দায়ে আটক সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিপিসি)। বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পিসিসিপির জেলা সভাপতি মো: হাবীব আজম এর সভাপতিত্বে ও পৌর সভাপতি পারভেজ মোশারফ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব।
অন্যান্যের মধ্যে পিসিএনপি রাঙামাটি জেলার সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা স্থানীয় সুশীল সমাজসহ পাহাড়ের নারী সংগঠনগুলোর সমালোচনা করে বলেন, পাহাড়ের ঠুনকো বিষয় নিয়ে নিরাপত্তা বাহিনী ও বাঙ্গালীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করে সারাবিশে^ পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ভূল তথ্য তুলে ধরে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়। অথচ দিনে দুপুরে বাঙ্গালী কিশোরীকে ধর্ষণ চেষ্টা করা সন্ত্রাসী সুনীল চাকমার বিষয়ে তারা একটি টু শব্দ করেনি। এই ধরনের এক চোখা নীতি অবলম্বনকারিরা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। বক্তারা এই ঘটনার সাথে জড়িত সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।