কুরআন অবমাননা ও বিতর্কিত পাঠ্য পুস্তক সংশোধনের দাবীতে বিক্ষোভ

140

॥ স্টাফ রিপোর্টার ॥

নেদারল্যান্ডস ও সুইডেনে পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ এবং পাঠ্য পুস্তকের সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সাংস্কৃতিক আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্য পুস্তক সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।

শুক্রবার জুম্মার নামাজের পর ফিশারি ঘাট জামে মসজিদের সামনে থেকে মুসলির ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য মাওলানা গাজি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক নূর হোসেন, সহ-সভাপতি একেএম ইসরাইল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। সঞ্চালনা করেন অর্থ সম্পাদক দিদারুল আলম।

এসময় বক্তারা সুইডেন ও নেদারল্যান্ডস এ পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বরে পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
এসময় বক্তারা- বিতর্কিত পাঠ্যবই সংশোধন করার দাবী জানান। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা গাজি শহিদুল্লাহ।