॥ স্টাফ রিপোর্টার ॥
পুলিশি বাধা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে জেল ফটক থেকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবদল।
রোববার বিকেলে শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে একটি প্রতিবাদ মিছিল সমাবেশ স্থল থেকে শুরু হয়ে রিজার্ভ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা।
সদর উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল শুক্কুর, মো. আজিজ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিন, সদর থানা যুবদলের সদস্য সচিব মো. রহিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহ এমরান, খোরশেদ আলম, তারেক আহম্মেদ, মোর্শেদুল আলম, আব্দুল মজিদ নান্টুসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাননীয় উচ্চ আদালতের গ্রেফতার না করার নির্দেশ থাকা সত্ত্বেও স্বৈরাচারী সরকারের পুলিশ আবদুল মোনায়েম মুন্নাকে জেল ফটক থেকে গ্রেফতার করেছে। যা আইনের বিরুদ্ধ আচরণ। সরকার দ্রব্যমূল্য সহ বিদ্যুৎ খাতে ব্যর্থ। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বক্তারা অবিলম্বে আবদুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবী জানান।