॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
বার্ষিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে নানিয়ারচর উপজেলায় কোটি টাকার উন্নয়ন কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও প্রত্যান্ত অঞ্চলে সড়ক উন্নয়নসহ বিভিন্ন পর্যায়ে কাজ করে সরকারের এই অধিদপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে ১কোটি ১০লক্ষ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ অবকাঠামো নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজ করছে বিভাগটি।
সূত্রটি আরো জানায়, উন্নয়নমূলক কাজের মধ্যে, নানিয়ারচর থানার পাশে গাড়ির গ্যারেজ নির্মাণ, রেগাছড়ায় সিড়ি নির্মাণ, চেঙ্গী সেতুর সামনে চেক পোস্ট নির্মাণ, বিহার পাড়া শ্মশানে ধারক ওয়াল নির্মাণ, পশ্চিম দেওয়ান পাড়া বৌদ্ধ বিহারে বেইন ঘর উন্নয়ন, বড়পুল পাড়া প্রতিময় চাকমার জমির উপর মৎস বাঁধ নির্মাণ, ত্রিবাংঙ্কুর বৌদ্ধ বিহারের সামনে রাস্তা আরসিসি করণ, বগাছড়ি এতিমখানার ধারক ওয়াল ও বগাছড়ি উপর পাঞ্জেগানা মেরামত করণ, বুড়িঘাট ১৮নং টিলা পাঞ্জেখানার অসমাপ্ত কাজ সম্পন্ন করণ, বুড়িঘাট আর্মি ক্যাম্পের পাশে সিড়ি নির্মাণ করণ, ইসলামপুর দাখিল মাদ্রাসা ও ইসলামপুর পশ্চিমপাড়া এতিমখানায় টয়লেট নির্মাণ, গর্জনতলী বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ এবং বেতছড়ি পুরাতন বাজারে ঝীনুপ্রভা খীসার পুকুর পাড় নির্মাণসহ উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ করে যাচ্ছে এলজিইডি।
এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে দেশ অনেক এগিয়ে গেছে। গ্রামাঞ্চল আজ শহরাঞ্চলে রুপান্তরিত হচ্ছে। করোনা পরিস্থিতির মাঝেও এলজিইডি কোটি টাকার উন্নয়নমূলক কাজ করছে। এরই মাধ্যমে নানিয়ারচর উপজেলা আরও উন্নত হচ্ছে।
নানিয়ারচর এলজিইডি প্রকৌশলী রনি সাহা বলেন, নানিয়ারচরের প্রতিটি দুর্গম এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নানা উন্নয়নমুখী কাজ করে যাচ্ছে। চলমান অর্থবছরে প্রায় ১কোটি ১০ লক্ষ টাকার উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবছর বার্ষিক উন্নয়ন কাজ (প্রকল্পের) দরপত্র বন্টন হয়েছে। ইতোমধ্যে প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে।