ক্যান্সারাক্রান্ত মেধাবী ছাত্র নিশানের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান

322

p.....4-1

মঈন উদ্দীন বাপ্পী- ২৮ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন, মানবতা ছাড়া একজন মানুষের কোন পরিচয় নেই। মানবতার মাধ্যমে মানুষ তার মুক্তির দুয়ার খুঁজে পায়। তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র নিশান চাকমার জন্য ‘উন্মেষ’ নামক সংগঠনটি যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। রোববার বিকালে রাঙামাটি জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে ব্লাড ক্যান্সারে আক্রান্ত নিশান চাকমার চিকিৎসার সহযোগিতার জন্য রাঙামাটি উন্মেষ ক্লাবের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অরুন কান্তি চাকমা এসব কথা বলেন।

উন্মেষ ক্লাবের সভাপতি দীপেন চাকমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রথম আলোর রাঙামাটির প্রতিনিধি হরিকিশোর চাকমা, রাঙামাটি জেলা প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. আফসার প্রমুখ।

আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান