ক্রিকেট লীগে সেরা দু’জন

334

P..2

মোঃ হান্নান ১৯ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : মাসব্যাপী রাঙামাটি প্রথম বিভাগ ক্রিকেট লীগে ব্যাটে-বলে প্রতিপক্ষ দলগুলোকে একচ্ছত্র শাসন করেছে ওরা দু’জন। একজন অভিলাষ ক্রিকেট ক্লাবের ইলিয়াস লেথাম অন্যজন প্রগতি সংঘের জুয়েল দাশ। দু’জনের একটি জায়গায় রয়েছে দারুণ মিল। দু’জন খেলোয়াড়ই অধিনায়কের গুরু দায়িত্ব নিয়ে অভিলাষ ও প্রগতি সংঘকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তুলে এনেছেন ক্রিকেট লীগের ফাইনালে।

অভিলাষের অধিনায়ক ইলিয়াস লেথাম দলকে চ্যাম্পিয়ন করার পাশাপশি নিজে হয়েছেন ম্যান অব দ্যা টুনামেন্ট। তিনি লীগে ২৩৪ রান করার পাশিপাশি নিয়েছেন ১২ উইকেট। প্রগতির অধিনায়ক জুয়েল দাশ দলকে চ্যাম্পিয়ন করাতে না পারলেও নিজের ব্যাক্তিগত অর্জনকে করেছেন সমৃদ্ধ। তিনি ৮ উইকেট নেওয়ার পাশাপশি করেছেন ২৩৪ রান। লেথামের থেকে ১ম্যাচ কম খেলায় জিতেছেন সেরা ব্যাটসম্যানের খেতাবটি।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান