খাগড়াছড়িতে নৌকায় ভোট পেতে কুজেন্দ্রলাল চাকমার দিন রাত প্রচারণা

120

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির সংসদ সদস্য ও নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, জিয়াউর রহমান শত শত বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলো। বিএনপি জন্মসূত্রেই হত্যার রাজনীতিতে অভ্যস্ত। ২০০১ সালে ক্ষমতায় এসে খাগড়াছড়িতে ত্রাসের রাজনীতি কায়েম করেছিলো। ১৯৯৭ সালে শান্তিচুক্তির পর বলেছিলো পার্বত্য চট্টগ্রাম ভারত হয়ে যাবে। মসজিদে উলুধ্বনি হবে। মানবতার বিরুদ্ধে অপরাধকে উস্কে দিয়েছিলো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আবারও মানবতা বিরোধী সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তিনি আওয়ামী লীগের গণতন্ত্র পরায়ণ সহাবস্থানকে দুর্বলতা না ভাবার জন্য বিএনপিকে হুশিয়ারী দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে সমুচিত জবাব দেয়া হবে। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের এই সভাপতি সোমবার শেষ বিকেলে মাটিরাঙা উপজেলার গোমতী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোমতী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খান ও কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম-সা. সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, গোমতী ইউপি চেয়ারম্যান তফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা হুমায়ুন মোর্শেদ, সুবাস চাকমা ও জয়নাল আবেদীন সরকার। এর আগে কুজেন্দ্র লাল ত্রিপুরা মাটিরাঙা উপজেলার সাপমারা এলাকায় পাহাড়িদের জনাকীর্ণ এক সমাবেশে বক্তব্য রাখেন।