খাগড়াছড়িতে পরিবহণ শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

402

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিকলীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ খাগড়াছড়ি জেলা শাখা।

পরে নেতাকর্মীদের নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এতে খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা শ্রমিক লীগের আহবায়ক জানু শিকদার,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।