খাগড়াছড়ি প্রতিনিধি, ১৮ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : সরকারের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে অনাগ্রাহ ও গড়িমষির অভিযোগ এনে খাগড়াছড়িতে গণ মানববন্ধন করেছে আন্দোলনরত তিন সংগঠন। পূর্ব ঘোষিত দীর্ঘতম গণ-মানববন্ধন কর্মসূচির সময় খাগড়াছড়িতে পুলিশী বাঁধায় আন্দোলনকারীরা। বাধার মুখেও সোমবার সকাল ১০টা থেকে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার মোড়, গিরিফুল, মাইসছড়ি বাজারসহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। চেঙ্গী এস্কয়ার মাইনী ভ্যালী এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য ইউ কে জেন’র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়ালে অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না পূর্বানুমতি না থাকায় তাদের সরিয়ে দেন। পরে তাৎক্ষনিক জেলা শহরের মহাজন পাড়াস্থ একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে আন্দোলনরতরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য প্রফেসর(অব) বোধিসত্ত্ব দেওয়ান। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, মধুমঙ্গল চাকমা, শেফালিকা ত্রিপুরা এসময় উপস্থিতি ছিলেন। সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, অবিলম্বের পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন, আদিবাসীদের ঐতিহ্যগত ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদানের দাবি জানান বক্তারা।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান