॥ ইকবাল হোসেন খাগড়াছড়ি থেকে ফিরে ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলায় শিশু অধিকার বাস্তবায়ন ও শিশুদের নেতৃত্ব বিকাশে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)। এছাড়াও কিশোর-কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশুদের এই সংগঠন নানা মহলে বেশ সুনাম কুড়িয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় সংগঠনটি ওয়াইমুভস প্রকল্পের মাধ্যমে খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও শিশুদের যৌন হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এছাড়াও সংগঠনটির স্কুল পর্যায়ে ক্যাম্পেইন সহ নানা উদ্যোগ বিভিন্ন পর্যায়ের শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করে নিজেরাই নিজেদের অধিকার আদায়ে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শিশু একাডেমি দিনব্যাপি আলোচনা সভা, বার্ষিক কর্ম-পরিকল্পনা বিষয়ক উপস্থাপনা, বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন এনসিটিএফ সভাপতি শচীন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৩-২০২৪ মেয়াদে জেলা এনসিটিএফ সদস্যদের গণতান্ত্রিকভাবে ভোট প্রদানের মাধ্যেমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উম্মে হামিমা সোহা, সহ-সভাপতি পদে তলেন্দ্র ত্রিপুরা, সাধারণ সম্পাদক আবির হোসেন ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম নিশি, সাংগঠনিক সম্পাদক ঋদ্ধিকা চাকমা, শিশু গবেষক (মেয়ে) ফারহানা হোসেন, শিশু গবেষক (ছেলে) জুবায়েদ হোসেন জিতু, শিশু সাংবাদিক (মেয়ে) সানজিদা ইসলাম সূচি, শিশু সাংবাদিক (ছেলে) জিহাদ আহমেদ, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) মকলতি ত্রিপুরা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) তেরাং ত্রিপুরা।
এসময় এনসিটিএফ এলামনি জার্নালিস্ট ও রাঙামাটি জেলা ভলান্টিয়ার মোঃ ইকবাল হোসেন, খাগড়াছড়ি জেলা ভলান্টিয়ার (ছেলে) খোকন বিকাশ ত্রিপুরা, জেলা ভলান্টিয়ার (মেয়ে) রামু ত্রিপুরা, খাগড়াছড়ি এনসিটিএফ’র সহ সভাপতি মিডিয়া ত্রিপুরা, সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ১৪ ডিসেম্বর (বুধবার) সকালে খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে শিশু গবেষকদের নিয়ে গল্প লিখা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন এনসিটিএফ এলামনি জার্নালিস্ট ও রাঙামাটি জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন।
প্রশিক্ষণে শিশু গবেষকদের গল্প লিখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি গ্রুপ ওয়ার্কের মাধ্যেমে গল্প লিখার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।