১৮ আগস্ট ২০২২, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।
প্রেস বিজ্ঞপ্তি: খাগড়াছড়ির স্বনির্ভর বাজার-পেরাছড়ায় ৪ বছর আগে ছাত্র নেতা তপন, এল্টন চাকমা ও যুব নেতা পলাশ চাকমাসহ ৭ জনকে খুনের অসামিদের গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন-এর খাগড়াছড়ি জেলা শাখা। “স্বনির্ভর হত্যাকাণ্ডের ৪ বছর” উপলক্ষে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১৮ আগস্ট ২০২২, বেলা ২ টার সময় খাগড়াছড়ির সদরের নারাঙহিয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ হয়ে স্বনির্ভর বাজারে এসে অমর বিকাশ চাকমা সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা সভাপতি নরেশ ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম-এর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক শুভ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা। বক্তারা, সমাবেশ থেকে অবিলম্বে স্বনির্ভর হত্যাকাণ্ডে সাথে জড়িত আসামিদের চিহ্নিত খুনি-সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট সকাল ৮টার সময় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে নব্যমুখোশ বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা ভারী অস্ত্রে হামলা চালিয়ে পিসিপি নেতা তপন চাকমা, এল্টন চাকমা, যুব ফোরাম নেতা পলাশ চাকমা এবং সাধারণ পথচারী জিতায়ন চাকমা, রূপম চাকমা ও ধীরাজ চাকমাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। উক্ত ঘটনার কিছু সময় পর সন্ত্রাসীরা একই কায়দায় পেরাছড়ায় বিক্ষোভরত জনতার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ৭০ বছরের বৃদ্ধ শান কুমার চাকমা হাসপাতালে মারা যান।
বার্তা প্রেরক- অনন্ত চাকমা
দপ্তর সম্পাদক, পাহাড়ি ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা
সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি