খাগড়াছড়ি পরিবহণ চালক সমিতির নতুন কমিটির শপথ

395

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের কলেজ সংলগ্ন খাগড়াছড়ি গেইট এর সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহণ ও দায়িত্ব হস্থান্তর করে বিদায়ী নেতারা। নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানিয়ে যথাযথ নিয়ম অনুসরণের মধ্য দিয়ে বিদায়ী সংগঠনের সভাপতি,সম্পাদকরা নব নির্বাচিতদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন।

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার উৎপল চাকমার। তিনি বলেন, সংগঠনটি পুরস্কার প্রাপ্ত একটি সংগঠন। সংগঠনের সকল প্রাপ্তি ও সুনাম ধরে রাখতে স্বচ্ছতা ও জবাব দিহীতার মধ্য দিয়ে কাজ করাসহ যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে অনেক দুর এগিয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহণ মালিক গ্রুপের নেতাসহ খাগড়াছড়ি সড়ক পরিবহণের সদ্য সাবেক কমিটির সভাপতি মধু সুদন দেবনাথ, সদ্য সাবেক সাধারন সম্পাদক মো: ইউনুছ, নব নির্বাচিত সভাপতি মনতোষ ধর, হিসাব রক্ষক মোমিনুল হকসহ সংগঠনের নেতারা অংশ নেয়। পরে একে একে নির্বাচত সভাপতি,সহ-সভাপতি,সাধারন সম্পাদক ও ৬ জন সদস্যসহ ৯ সদস্যর সাথে কৌশল বিনিময় করেন পরিবহণ সংগঠনের নেতারা।