খাগড়াছড়ি প্রতিনিধি- ২৪ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : প্রহসনের অভিযোগ এনে খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩টি পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন সিনিয়র তিন সাংবাদিক। সভাপতি ও নির্বাহী সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছিলেন তারা। জানা যায়, মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ায় প্রেসক্লাবের নির্বাচনে আর কোনো পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকছে না।
সভাপতি পদে মনোননয়ন প্রত্যাহার করেন প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক নুরুল আজম, নির্বাহী সদস্য পদে সাংবাদিক এইচ এম প্রফুল্ল, ও জসীম উদ্দীন মজুমদার । গত ১৬ ফেব্রয়ারি খাগড়াছড়ি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রিয় সংগঠন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান