খাগড়াছড়ি সড়ক পরিবহণ মলিক গ্রুপ (শান্তি পরিবহণ) এর যাত্রী সেবায় যোগ হচ্ছে নতুন ২টি এসি পরিবহণ সার্ভিস। খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা পর্যন্ত যাত্রী সেবা দিতে প্রতিষ্ঠানটি এ এসি পরিবহণ সার্ভিসের যাত্রা শুরু করে সোমবার রাত ৯টা থেকে।
খাগড়াছড়ি সড়ক পরিবহণ মলিক গ্রুপ (শান্তি পরিবহণ) এর সহ-সভাপতি হাজী মো: আবু তৈয়বের সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধনী আলোচনা সভা শেষে ফিতা কেটে এসি পরিবহণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সড়ক পরিবহণ মলিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম সফি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ্ব মো: রফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন,খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউসার আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা,ব্যবসায়ী নেতা লিয়াকত আলী,সুর্দশন দত্ত প্রমূখ।
প্রধান অতিথি বলেন, খাগড়াছড়ির শান্তি পরিবহণে নতুন ২টি এসি সার্ভিস যাতায়াত ব্যবস্থার অগ্রযাত্রায় আরো এক মাত্রা যোগ হলো। এতে জনসাধারণ তাদের গন্তবের পথে আরো সহজ হলো। খাগড়াছড়ি উন্নয়নের মহাসড়কের সাথে যুক্ত হয়েছে সেই উন্নয়নের অংশ হিসেবে এ পরিবহণ প্রতিষ্ঠানও কাজ করে যাচ্ছে।
এসময় জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম বলেন, এ পরিবহণ যেমন স্থানীয় বাসিন্দাদের জন্য সুফল বয়ে আনবে সেই সাথে সম্ভবনাময় পর্যটননগরীতে বেড়াতে আসা পর্যটক,চাকরীজীবিসহ যাত্রীরা নতুন আশার আলো খুজে পেল। এ পরিবহণ যাত্রীদের সেবা দেবে প্রত্যাশা রেখে তিনি এ পরিবহণের মঙ্গল কামনা করেন।